Twinkle Khanna : অক্ষয় কুমারের স্টান্ট ভয় পান তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্না
অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয় অভিনেতা। যার স্টান্ট সিন সকলের প্রিয়। একাধিক সিনেমায় স্টান্ট সিন করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এই স্টান্ট সিন নিয়ে রীতিমতো আতঙ্কিত থাকেন তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্না। এই প্রসঙ্গে লেখিকা ও প্রাক্তন অভিনেত্রী ট্যুইঙ্কল খন্না তাঁর সোশ্যাল মিডিয়ায় খোলাখুলিই জানালেন তাঁর ভয়ের কথা। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আক্কির পরবর্তী ছবি, স্পাই থ্রিলার বেল বটম। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে সেই ছবিরই একটি বিহাইন্ড দ্য সিনস ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ছবির অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং চলছে। চোখ ধাঁধানো ভিডিওটিতে অক্ষয় কুমারকে শ্যুটিংয়ের সময় বেশ মনোযোগ সহকারে অ্যাকশনগুলো অভ্যাস করতে দেখা যাচ্ছে। প্রত্যেকটা শট যাতে একেবারে পারফেক্ট হয়, সেই চেষ্টায় নিজের সবটা দিয়ে কাজ করছেন অভিনেতা। দর্শকেরাও বেশ উচ্ছ্বসিত ভিডিওয় অভিনেতার একাগ্রতা দেখে। বলিউডের অন্যতম ফিট সেলিব্রিটি সেখানে তাঁর চরিত্রটি গড়ে তোলার গল্প বলেছেন। কীভাবে কড়া ট্রেনিং চলেছে এবং এই সমস্ত সিনগুলি শ্যুট করতে কত বেশি তাঁকে পরিশ্রম করতে হয়েছে, সেই সমস্ত কথাই বলেছেন তিনি। এমনকী ভিডিওয় দেখা যাচ্ছে ট্রেনিং চলাকালীন সেটের বাকি মানুষদেরও অভিনেতা যোগ দিতে বলছেন।ভিডিওটিতে অক্ষয় জানান, তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্নাও সেটে উপস্থিত ছিলেন, এবং বিয়ের ২০ বছর পরেও নিজে কঠিন ট্রেনিং সেশন দিয়ে স্ত্রীকে ইমপ্রেস করতে চেয়েছিলেন তিনি। অথচ তাঁর এই ভিডিও রিপোস্ট করে ট্যুইঙ্কল কী বললেন ক্যাপশনে? হা হা! উল্টোদিকে, যখন ও (অক্ষয়) বহুতল বা প্লেন থেকে ঝাঁপ দেয় আমি তখন আতঙ্কে থাকি। অক্ষয় যে এখনও গোটা শরীরে আছে সেটাই আমার কাছে বেশি আনন্দের, ওর সমস্ত স্টান্টের থেকে। সাবধানে থেকো মিস্টার কে, লিখেছেন ট্যুইঙ্কল। তাহলে বোঝাই যাচ্ছে অক্ষয় কুমার কে তাঁর স্ত্রী ঠিক কতটা ভালোবাসেন।